Monday, 28 July 2025

বাঙালির দর্শন প্রাচীন ও মধ্যযুগ 'খ' বিভাগের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (অনার্স তৃতীয় বর্ষ)| পরিক্ষার পূর্ণ প্রস্তুতি |



বাঙালির দর্শন: প্রাচীন ও মধ্যযুগ
(অনার্স তৃতীয় বর্ষ)
বিষয় কোড: 231709

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)


১.বাঙালির দর্শন কী? অথবা, বাঙালির দর্শন কাকে বলে?

২. সংক্ষেপে চার্বাক মত ব্যাখ্যা কর।

৩. দর্শনে লোকায়ত বা চার্বাক দর্শনের গুরুত্ব লিখ।

 অথবা, বাঙ্গালি দর্শনে লোকায়ত বা কাবার্ক দর্শনের গুরুত্ব কী?

৪. বাঙালির দর্শন কি প্রকৃত দর্শন? ব্যাখ্যা কর।

৫.যোগাচার বা বিজ্ঞানবাদ সম্পর্কে শান্ত রক্ষিতের বক্তব্য ব্যাখ্যা কর। 

অথবা, যোগাচার বা বিজ্ঞানবাদ সম্পর্কে শান্ত রক্ষিতের বক্তব্য ব্যাখ্যা কর।

৬.শান্তিদেবের মানবতাবাদী মতের ব্যাখ্যা দাও।

অথবা, শান্তিদেবের মানবতাবাদী দর্শন সংক্ষেপে লিখ।

৭. শান্তিদেবের বোধিচর্যা সংক্ষেপে লিখ। 

অথবা, শান্তিদেব যটপারমিতা বলতে কী বুঝিয়েছেন?

৮. প্রজ্ঞা পারমিতা ব্যাখ্যা কর।

অথবা, প্রজ্ঞা পারমিতা বলতে শান্তিদেব কী বুঝিয়েছেন?

৯.সংক্ষেপে শান্তিদেব দর্শন সম্পর্কে আলোচনা কর।

১০. অতীশ দীপঙ্করের দার্শনিক চিন্তাভাবনা ব্যাখ্যা কর।

১১. অতীশ দীপঙ্করের দর্শন সম্পর্কে লিখ।

অথবা, অতীশ দীপঙ্করের দর্শন সম্পর্কে কি জান? সংক্ষেপে লিখ।'

১২.চর্যাপদের সহজিয়া দর্শন কী? 

১৩.বাঙালি দর্শনে চর্যাপদ এত গুরুত্বপূর্ণ কেন?

 অথবা, ব্যঙালি দর্শনে চর্যাপদের গুরুত্ব লেখ।

১৪.জয়দেবের সমাজ দর্শন সংক্ষেপে আলোচনা কর। 

১৫. বৈষ্ণবীয় প্রেমতত্ত্ব সংক্ষেপে আলোচনা কর।

১৬.গৌড়ীয় বৈষ্ণব দর্শন কী?

অথবা, গৌড়ীয় বৈষ্ণব দর্শন বলতে কী বুঝ?

১৭. সংক্ষেপে বৈষ্ণবদর্শনের উৎসসমূহ আলোচনা কর।

১৮. সুফি দর্শনের আত্মাতত্ত্ব সম্পর্কে আলোচনা কর।

অথবা, আত্মা সম্পর্কে সুফিবাদের ব্যাখ্যা তুলে ধর।

১৯. "এই মানুষে সেই মানুষ আছে" কে বলেছেন? সংক্ষেপে ব্যাখ্যা কর। 

২০. বাউল দর্শনের প্রেমতত্ত্ব আলোচনা কর।

No comments:

Post a Comment

চর্যাপদের সহজিয়া দর্শন কি?

 প্রশ্ন - ১২: চর্যাপদের সহজিয়া দর্শন কি? উত্তর: বাংলা সাহিত্য ও দর্শনের গুরুত্বপূর্ণ ও আদি নিদর্শন হলো চর্যাপদ বা চর্যাগীতি। চর্যাপদের পদগুল...