Thursday, 31 July 2025

অতীশ দীপঙ্করের দর্শন সম্পর্কে লিখ। অথবা, অতীশ দীপঙ্করের দর্শন সম্পর্কে কি জান? সংক্ষেপে লিখ।'

প্রশ্ন- ১১: অতীশ দীপঙ্করের দর্শন সম্পর্কে লিখ।

অথবা, অতীশ দীপঙ্করের দর্শন সম্পর্কে কি জান? সংক্ষেপে লিখ।'


উত্তর : হিন্দু যুগের শেষ অধ্যায়ের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ পুরুষ শ্রেষ্ঠ বাঙালি দার্শনিক ও ধর্মতাত্ত্বিক হলেন অতীশ দীপঙ্কর। তিব্বতি সূত্র অনুযায়ী অতীশ দীপঙ্কর বর্তমান বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রামে ৯৮০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর পারিবারিক নাম হলো চন্দ্র গর্ভ।

অতীশ দীপঙ্করের দর্শন: মাত্র উনিশ বছর বয়সে অতীশ দীপঙ্কর ওদন্তপুরী মহাবিহারের আচার্য শীলরক্ষিতের নিকট হতে শ্রমন লাভ করেন। আচার্য তাঁকে শ্রীজ্ঞান নামে নতুন নাম প্রদান করেন। মাত্র একত্রিশ বছর বয়সে, তিনি মগধের ধর্মক্ষিতের নিকট গিয়ে বোধিসত্ত্বদের প্রতিপাদ্য বিষয়ে শিক্ষা নিতে শুরু করেন। এবং অতি অল্প সময়েই তিনি বোধিসত্ত্বদের প্রতিপাদ্য চর্যাধ্যান ইত্যাদি অনুশীলন করে সাধনার উচ্চশিখরে আরোহণ করেন। বোধি সত্ত্বের কঠোর ব্রতে দীক্ষিত দীপঙ্করের সাফল্য দেখে আচার্য ধর্মরক্ষিত তাঁকে ভিক্ষুধর্মের শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেন। মগধের প্রখ্যাত বৌদ্ধপণ্ডিতগণের নিকট অতীশ দীপঙ্কর -অধিবিদ্যা জ্ঞান ও বস্তুর বিবর্তনবাদ সম্পর্কে জ্ঞান লাভ করেন। ভিক্ষু ধর্মে দীক্ষিত হবার পর অতীশ দীপঙ্কর বিক্রমশীলা বিহারেই অবস্থান করেন। সেখানে অল্পদিনের মধ্যেই তিনি প্রতিরূপে খ্যাতিলাভ করেন। কিন্তু আজীবন জ্ঞানতৃষ্ণায় তৃষিত দীপঙ্করের জ্ঞানের স্পৃহা কিছুতেই নিবৃত্ত হলো না, বরং উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল। তিনি গুরু চন্দ্র কীর্তির অধীনে চার বছরকাল অতিবাহিত করে গৌতম বুদ্ধের বিশুদ্ধ শিক্ষার উপর সুগভীর পাণ্ডিত্য লাভ করেন। তিব্বত গমনের পূর্ব পর্যন্ত অতীশ দীপঙ্কর বিক্রম শীলের প্রধান আচার্যের দায়িত্ব পালন করেন। এই বিহার থেকেই অতীশ দীপঙ্কর তার বিখ্যাত গ্রন্থ 'বোধি পথ প্রদীপ' রচনা করেন। এই গ্রন্থ থেকেই তার সমস্ত তত্ত্বদর্শনের ইস্পিত পাওয়া যায়।

উপসংহার: পরিশেষ আমরা বলতে পারি যে, অতীশ দীপঙ্করের দর্শন ছিল মূলত ধর্মীয় জ্ঞান আহরণভিত্তিক। তিনি আজীবন ধর্মীয় জ্ঞান অর্জন ও ধর্মসাধনায় নিয়োজিত ছিলেন। পরবর্তিতে তার অনেক সমালোচনা উপস্থাপিত হলেও বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারের যে চেষ্টা তিনি করেছেন তা তাঁকে চিরকাল অবিস্মরণীয় করে রাখবে।

No comments:

Post a Comment

চর্যাপদের সহজিয়া দর্শন কি?

 প্রশ্ন - ১২: চর্যাপদের সহজিয়া দর্শন কি? উত্তর: বাংলা সাহিত্য ও দর্শনের গুরুত্বপূর্ণ ও আদি নিদর্শন হলো চর্যাপদ বা চর্যাগীতি। চর্যাপদের পদগুল...