প্রশ্ন- ২ : সংক্ষেপে চার্বাক মত ব্যাখ্যা কর?
উত্তরা:
ভূমিকা: চার্বাক দর্শন ভারতীয় দর্শনের একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ সম্প্রদায়। ভারতীয় দর্শনের ৬২টি সম্প্রদায়ের মধ্যে একমাত্র ব্যতিক্রম সম্প্রদায় হলো চার্বাক সম্প্রদায়। বেদের প্রতি অনীহা প্রকাশ করে তার পবিত্রতা খণ্ডনের মাধ্যমে চার্বাক দর্শন প্রতিষ্ঠা লাভ করেছে। এ দর্শনের কোন মূল গ্রন্থ পাওয়া না যাওয়ায় এ দর্শনের প্রতিষ্ঠা নিয়ে মতভেদ রয়েছে। তবে প্রতিষ্ঠাতা যাই হোক না কেন চার্বাক দর্শন মূলত নাস্তিক দর্শন বা জড়বাদী দর্শনকে বুঝায়।
চার্বাক দর্শন: ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে চার্বাক দর্শনই একমাত্র বিশুদ্ধ জড়বাদী দর্শন। যে মতবাদ অনুসারে অচেতন জড়বাদী পদার্থই একমাত্র সত্তা এবং মন, প্রাণ, চৈতন্য প্রভৃতি জগতের সব বস্তুই জড় পদার্থ হতে উদ্ভূত সে মতবাদই জড়বাদ। জড়বাদীরা আত্মা এবং ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না।
চার্বাক দর্শন সম্পর্কে কোন প্রামাণিক গ্রন্থ পাওয়া না গেলেও এটা যে অতি প্রাচীন দর্শন এতে কোন সন্দেহ নেই। কারণ বেদ, রামায়ণ, মহাভারত, মহাকাব্য এবং প্রাচীন বৌদ্ধ সাহিত্যের স্থানে স্থানে এ মতবাদের উল্লেখ পাওয়া যায়। তদুপরি ভারতের অন্যান্য দার্শনিক সম্প্রদায় চার্বাক মতবাদ খণ্ডন করার জন্য চার্বাক মতবাদের যে ব্যাখ্যা দিয়েছেন তা হতেও চার্বাক দর্শন ও তার প্রাচীনত্ব সম্পর্কে আমরা কিছু জানতে পারি। চার্বাক দর্শনের সিদ্ধান্তগুলো পরবর্তীকালে দর্শনের ক্ষেত্রে স্বীকৃত না। হলেও জড়বাদ একটি বিশিষ্ট দার্শনিক মতবাদ বলে চার্বাক দর্শন ভারতীয় দর্শনের ইতিহাসে উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে।
চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে এ নিয়ে দার্শনিকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন, প্রাচীন কালে চার্বাক নামে এক ঋষি ছিলেন। তিনি চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা। আবার কেউ। কেউ বলেছেন, 'চব' ধাতু থেকে চার্বাক শব্দটির উৎপত্তি। 'চর' ধাতুর অর্থ চর্বণ করা বা খাওয়া। এ দর্শন খাওয়াদাওয়াকে জীবনের পরম লক্ষ্য বলে মনে করে। তাই এ দর্শনের নাম চার্বাক।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ভারতীয় বিভিন্ন দার্শনিক সম্প্রদায়ের মধ্যে চার্বাক দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ভারতীয় বিভিন্ন দার্শনিক সম্প্রদায় যেখানে বেদ এবং উপনিষদকে কেন্দ্র করে তাদের দর্শন চর্চা করেছেন সেখানে চার্বাক দর্শন বেদ ও উপনিষদকে অস্বীকার করে তাদের স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল হয়ে মুক্ত ও স্বাধীন চিন্তার মাধ্যমে দর্শন চর্চা করেছেন।
No comments:
Post a Comment