উত্তরা: বৌদ্ধ মহাযান ধারার দার্শনিক ও ধর্মতাত্ত্বিক শান্দিদেব সঠিক জন্ম পরিচয় এবং মৃত্যুক্ষণ জানা যায়নি। জন শ্রুতি আছে যে, তিনি রাজপুত্র ছিলেন। তারাদেবীর অনুপ্রেরণায় তিনি রাজ্য পরিত্যাগ করেন বৌদ্ধ ভিক্ষুর জীবনবরণ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে শিক্ষা সমুচ্চয়, বোধি, চর্যাবতার প্রধান ও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।
শান্তিদেবের দর্শন: শান্তিদেব তার শিক্ষা সমুচ্চয় গ্রন্থে বৌদ্ধ মহাযান সম্প্রদায়ের মতবাদ সংক্ষেপে তুলে ধরেছেন এবং বোধি চর্যাবতার গ্রন্থে তিনি আলোচনা করেছেন। বুদ্ধত্ববাদী ব্যক্তির জীবনাদর্শ।
জাগতিক বিষয়ভাবনা: শান্তিদেব তাঁর বিভিন্ন রচনায়। মহাযান বৌদ্ধ দর্শনের অসারতা প্রতিপন্ন করার চেষ্টা করেছেন এবং বলেছেন যে, সুখ-দুঃখ, অনুরাগ, বিরাগ, লাভ-ক্ষতি সবই অবাস্তব। তাই মানুষের দায়িত্ব হলো অপরের প্রতি সহানুভূতিশীল হলে পার্থিব জীবনের দুদর্শা হতে অব্যাহতি লাভের চেষ্টা করা।
মানবতাবাদী চিন্তা: শান্তিদেব রচিত বোধি চর্যাবতার মানবতার সাধনা বিষয়ে বাঙালির মানবতাবাদী চিন্তার বিকাশে ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রচনা। এ গ্রন্থের প্রতি পরতে পরতে তিনি মানবতার জয়গান গেয়েছেন।
মৈত্রীর জয়গান : শান্তিদেব বলেছেন, পৃথিবীতে অশুভ বা অন্যায় অত্যন্ত প্রভাব বিস্তার করে রয়েছে। এর শক্তি প্রবল। এই ভয়ঙ্কর অন্যায় শক্তিকে জয় করার ক্ষমতা কোন ব্যক্তির নেই। এক জয় করতে পারে কেবল মৈত্রী।
No comments:
Post a Comment